মস্কো চুক্তি নবায়ন না করলে চরম খাদ্য সংকটে পড়বে বিশ্ব: জাতিসংঘ মহাসচিব

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

রাশিয়া শস্য চুক্তি নবায়ন না করলে চরম খাদ্য সংকট সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

মঙ্গলবার (২৫ জুলাই) বিশ্ব খাদ্য সংস্থার সম্মেলনে দেয়া বক্তব্যে এমন আশঙ্কা জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, পুরো বিশ্বই খাদ্য সঙ্কটের ঝুঁকির মধ্যে আছে। রাশিয়া চুক্তি নবায়ন না করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে দরিদ্র দেশগুলো।

জাতিসংঘ মহাসচিব বলেন, গত বছর চুক্তির কারণে খাদ্যশস্যের দাম কমেছিল ২৩ শতাংশ পর্যন্ত। রাশিয়ার আর ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় গম, ভুট্টা আর সয়াবিন সরবরাহকারী দেশ। আমরা চাই না এ চুক্তি নিয়ে আবার নতুন করে বিবাদে জড়াক তারা। এতে বিশ্বব্যাপী বাড়বে খাদ্যের দাম, ক্ষতিগ্রস্থ হবে দরিদ্র দেশগুলো।

এদিকে, সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে রাশিয়ার ওপর কড়াকড়ি আরোপ না করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছে কিয়েভ।

এ প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, গত ১৫ সেপ্টেম্বর শস্য রফতানির ওপর নিষেধাজ্ঞার শেষ দিন হয়েছে। আমরা আশা করছি ইইউ শস্য নিষেধাজ্ঞা আর বর্ধিত করবে না। তবেই, ইউরোপের সাথে নতুন করে একটি সমঝোতা করতে পারবো আমরা।

এ অবস্থায়, রাশিয়াকে শস্যচুক্তি বহাল রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও। পাশাপাশি মস্কোয় ইউক্রেনীয় ড্রোন হামলারও সমালোচনা করেছে হোয়াইট হাউজ।

এ প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারেন জ্যাঁ পিয়েরে বলেন, এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। রাশিয়ার অভ্যন্তরে হামলা আমরা কখনোই সমর্থন করি না। তবে এটাও মনে রাখতে হবে যে, ওডেসায় রাশিয়া যা করছে তা ধ্বংসাত্মক। বিশেষ করে শস্যবাহী জাহাজের ওপর হামলার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply