আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূর্তি মাহমুদউল্লাহর। ছবি: ফেসবুক
মাহমুদউল্লাহ রিয়াদকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও মাহমুদউল্লাহর ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে হাজার মাইল দূরে থাকা মুশফিক।
২০০৭ সালের ২৫ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। মঙ্গলবার ছিল সেই স্মরণীয় দিন। আন্তর্জাতিক ম্যাচে মাহমুদউল্লাহর অভিষেকের দিনটি ভুলে যাননি মিস্টার ডিপেন্ডেবল। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহকে উদ্দেশ করে মুশফিক লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পূর্তিতে অভিনন্দন, রিয়াদ ভাই। আপনার যাবতীয় অর্জনে গর্বিত এবং আমি প্রার্থনা করি সামনে আরও অনেক কিছু আছে, ইনশা আল্লাহ!
আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে শিগগিরই ২৮-৩০ সদস্যের দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে দেখা যেতে পারে বেশ কিছু নতুন মুখ। অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের নামটা এই তালিকায় থাকবে কিনা, সে ব্যাপারে নিশ্চিত নন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তবে ভক্তরা মাহমুদউল্লাহকে ১৬ বছর পূর্তিতে অভিনন্দন জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, ওয়েলকাম ব্যাক মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রসঙ্গত, মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২১’এর জুলাইয়ে। টি-টোয়েন্টি ফরম্যাটে থিঙ্কট্যাঙ্কদের ভাবনাতেও অনেক দিন ধরে তিনি নেই।
/এএম
Leave a reply