হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

|

ছবি: সংগৃহীত

রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) রাতে এ ঘটনায় প্রাণ হারান মোটরসাইকেল চালক শাখাওয়াত হোসেন নিলয়। এ ঘটনায় নিলয়ের স্ত্রী রূপা আহত হয়েছেন।

নিলয়ের স্ত্রী রূপা জানান, মঙ্গলবার এক অনুষ্ঠান থেকে নিলয়ের মোটরসাইকেলে তারা বাসায় ফিরছিলেন। বাসায় ফেরার পথে হানিফ ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুজনই ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন ।

স্বজনরা জানায়, নিলয় গত এপ্রিলে বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে থাকতেন ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায়। মঙ্গলবার রাতে ধানমণ্ডি থেকে মোটরসাইকেল করে স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন নিলয়। পথে হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে।

ওয়ারি থানা পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হতাহতদের হাসপাতালে নেয়া হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply