
জাল টাকা তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি মিয়ানমার থেকে মাদক আমদানি করতে জাল টাকার ব্যবহার করতো। ভারত থেকে চোরাকারবারীর জন্য চক্রটি জাল রুপিও তৈরি করতো।
পুলিশ জানায়, চক্রটি পরিবারকে সাথে নিয়ে ২০০৭ সাল থেকে জাল টাকা বানিয়ে মাদকের ব্যবসা করে আসছে। এ চক্র একাধিকবার গ্রেফতার হলেও বারবার একই পথে ফিরে আসছে বলেও জানান রাজধানীর লালবাগের ডিসি মো. জাফর হোসেন।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এদের মধ্যে মূলহোতা রবিন একজন গ্রাফিক্স ডিজাইনার। বাকি দু’জন হুমায়ূন এবং শফিউল্যাকে নিয়ে জাল টাকা ছাপানোর কাজ করতো সে। লাখ টাকা ছাপাতে তাদের সময় লাগতো মাত্র কয়েক ঘণ্টা।
এটিএম/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply