উত্তরে বন্যা পরিস্থিতি: তিস্তায় পানি কমলেও দেখা দিয়েছে নদী ভাঙন

|

যমুনা নিউজ ডেস্ক:

তিস্তার পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে লালমনিরহাট ও রংপুরে। তবে, পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন।

ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদরের নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে বানের জল। তবে, পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায় তিস্তায় বিলীন হয়েছে ১০টি বাড়ি। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার মানুষের।

এদিকে, রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলার প্লাবিত এলাকা থেকেও পানি নামছে। তবে, তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে ভাঙন।

এরইমধ্যে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ ও বনাই এলাকার বেশ কিছু বাড়িঘর বিলীন হয়েছে নদী ভাঙনে। আরও অনেক বসতঘর, ফসলি জমি, বাজার ও দু’টি আশ্রয়কেন্দ্র হুমকির মুখে। গ্রামীণ সড়ক ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগব্যবস্থা। নদী ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply