‘বাংলাদেশ নিয়ে আমেরিকাকে ভারতের বার্তা ভূরাজনৈতিক কৌশল, হস্তক্ষেপ নয়’

|

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে ভারত একটি বার্তা পাঠিয়েছে। ভূরাজনৈতিক কৌশলের কারণে তারা বার্তা দিয়েছে। ভারত আমেরিকাকে বলেছে, অভিন্ন যাত্রায় কৌশলগত কারণে আমরা বাংলাদেশকে হারাতে পারি না। ভারত আমাদের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি।

শনিবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।

গণতন্ত্র নিয়ে কেন এতো বিপদে পড়লাম, বক্তব্যে এমন প্রশ্ন রাখেন সেতুমন্ত্রী। বললেন, আমরা আমেরিকা-ইউরোপের বন্ধুদের বলেছি, নির্বাচনের সময় এবং ভোটের আগে-পরে শান্তি চাই। নিরপেক্ষ নির্বাচন চাই। নির্বাচন কমিশন নির্বাচন করবে। ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে আমরা নির্বাচন করবো, এই আশ্বাস তাদের দিয়েছি। বলেছি পর্যবেক্ষক পাঠাতে পারেন।

তিনি আরও বলেন, কথায় কথায় বিএনপির ভারত ভীতি। এতোদিন আটলান্টিকের ওপারে তাকাতে তাকাতে বিএনপি নেতাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে। খবর আসে না কেন, এসব নিয়ে তাদের রাতের ঘুম হারাম। ভারত আমেরিকাকে বার্তা দিয়েছে। এটা তাদের ব্যাপার। ভারত ভীতিতে হাত-পা গুটিয়ে ফেলছেন বিএনিপ নেতারা।

বিএনপি মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব, এ দেশের জনগণ আমাদের ভোট দেবে। গায়ের জোরে আমরা ক্ষমতায় আসিনি, গায়ের জোরে ক্ষমতায় আসবো না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply