কড়া সতর্কবার্তা দিয়ে তাইওয়ান ঘিরে সামরিক মহড়া চীনের

|

কড়া সতর্কবার্তা দিয়ে তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন। জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে শনিবার (১৮ আগস্ট) এই মহড়া শুরু হয়। খবর সিএনএন’র।

চীনা সামরিক বাহিনীর, পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে এই মহড়া চলছে। নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে চলছে যুদ্ধ প্রশিক্ষণ। এর পাশাপাশি চলছে যৌথ সামরিক মহড়াও।

বিবৃতিতে বলা হয়, তাইওয়ান ইস্যুতে বিচ্ছিন্নতাবাদী এবং বিদেশী উস্কানীদাতাদের বিরুদ্ধে সতকর্তবার্তা দিতেই এই মহড়া। আকাশ ও সমুদ্রপথে নিয়ন্ত্রণ নেয়া এবং লড়াইয়ের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সক্ষমতার জন্য যুদ্ধ প্রশিক্ষণ চলছে বলেও জানানো হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply