
ছবি: সংগৃহীত।
হামাসের সামরিক অভিযানে ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১২শ’য়। বুধবার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেএএন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, আহত ৩ হাজারের কাছাকাছি ইসরায়েলি। যাদের মধ্যে, পাঁচ শতাধিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অনেকের অবস্থা সংকটাপন্ন। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে প্রাণহানি।
এদিকে, গাজা উপত্যকা থেকে নতুনভাবে হামাস যোদ্ধা প্রবেশ করেছে ইসরায়েল ভূখণ্ডে- এমন তথ্যে সতর্ক অবস্থানে ইহুদি প্রশাসন। বিন্দুমাত্র হামলার আভাস দেখলেই বেসামরিকদের সতর্ক করতে বাজাচ্ছে সাইরেন।
রাজধানী তেল আবিব’সহ জেরুজালেম, ওফাকিমের মতো বড় শহরগুলোর রাস্তায় দেখা দিয়েছে ভুতুড়ে পরিবেশ। প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছেন না রাস্তায়। শনিবার, ইসরায়েলি ভূখণ্ডে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাস।
/এআই
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply