
সবজির বাজার দীর্ঘদিন ধরে চড়া। এরই মাঝে নতুন করে বেড়েছে দাম। রাজধানীতে পেঁপে, আলু, শসা ছাড়া কেজিতে ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
প্রতি কেজি শিম ২০০ টাকা, পাকা টমেটো ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম ৫০-৬০ টাকা। করলা ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ঢেঁড়সের কেজি ১০০ থেকে ১২০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা। মূলার দর উঠেছে ৭০-৮০ টাকায়। স্থানভেদে লাল শাকের আঁটি ৩০ থেকে ৪০ টাকা, লাউ শাক ৬০ টাকা। লাউ-কুমড়ার দামও চড়া। এছাড়া, কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
ক্রেতারা বলছেন, যোগানে ঘাটতি নেই। কিন্তু দাম বেড়েই চলছে। পেয়াজ ও আলুর দাম বেধে দিয়েও কার্যকর করতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। তাদের অভিযোগ, মূলত অসাধু চক্র বাজার নিয়ন্ত্রণ করছে। ক্রেতাদের স্বস্তি দিতে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন।
/এমএন



Leave a reply