
রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ সদস্যের নাম মো. আমিরুল ইসলাম। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।
শনিবার (২৮ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে।
এর আগে, বিকাল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত পুলিশ কনস্টেবল পারভেজের মাথায় আঘাত করা হয়েছিল বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তার মরদেহ এখন ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, রাজধানীতে বড় দুই দলের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত পথচারী, সাংবাদিক ও পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
এসজেড/
 
				
				
				
 
				
				
			


Leave a reply