
পুলিশ হত্যার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ের ফটকে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আরও জানিয়েছেন, পুলিশ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপরই তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
/এমএন



Leave a reply