
বর্তমান সংবিধান মেনেই যদি নির্বাচন করতে হয়, তাহলে ইসির সংলাপ প্রহসনের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
দুপুরে নয়া পল্টনে স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিজভী অভিযোগ করেন, হত্যা-গুম-মামলা করে বিএনপি নেতাদের নির্মূল করে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে সরকার। বলেন, সিইসি সরকার দলীয় লোক। সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন।
শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না উল্লেখ করে রিজভী বলেন, একনায়কের অধীনে দেশ, প্রতিষ্ঠান কেউই নিরাপদ নয়।
যমুনা অনলাইন: টিএফ
 
				
				
				
 
				
				
			


Leave a reply