প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও রাজপথে নেমেছেন হাজারো ইসরায়েলি। ছবি: আনাদুলু এজেন্সি।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও রাজপথে নেমেছেন হাজারো ইসরায়েলি। শনিবার (২৫ নভেম্বর) ব্যাপক বিক্ষোভ-সমাবেশ হয় রাজধানী তেল আবিবে। ছবি: আনাদুলু এজেন্সি। জিম্মি মুক্তি ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসনের দুর্বলতার কারণেই ৫০ দিনেও উদ্ধার করা যায়নি সব বন্দিকে। ছবি: আনাদুলু এজেন্সি। শনিবার জিম্মি মুক্তির প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় আরও ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। সরকার বিরোধী শ্লোগান দেন তারা। ছবি: আনাদুলু এজেন্সি। জেরুজালেমেও নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ করে দেশটির জনতা। ছবি: আনাদুলু এজেন্সি। সরকারের নিন্দা জানিয়ে ব্যানার ও পতাকা হাতে জড়ো হন শত শত মানুষ। অবিলম্বে চান নেতানিয়াহুর পদত্যাগ।
Leave a reply