
চট্টগ্রাম ব্যুরো:
৭১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সভাপতি মো. মাহবুবুল হক ওরফে বাবুল চিশতীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৩ ডিসেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
চিশতী ছাড়া বাকি আসামিরা হলেন, পদ্মা ব্যাংকের সাবেক এসভিপি ও হেড অব ব্রাঞ্চ শওকত ওসমান চৌধুরী, সাবেক এসই ও অ্যান্ড ম্যানেজার অপারেশন মো. আনোয়ার হোসেন, মেসার্স সাহেদ শিপ ব্রেকিং এর প্রোপ্রাইটর মো. সাহেদ মিয়া, আবুল কালাম (ওরফে আবুল কালাম হাবিব), ন্যাশনাল সার্ভে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মাজেদুল ইসলাম, পদ্মা ব্যাংকের সাবেক এফ এ ডি পি মৃগাল মজুমদার ও এ কে এম শামীম।
মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জালিয়াতি করে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুদসহ ৭১ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
এ মামলার বিষয়ে দুদকের উপপরিচালক মো. আতিকুল আলম জানান, এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
/এমএইচ



Leave a reply