
বিএনপিসহ অন্যান্য দলের নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি সংবিধান সম্মত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
এসময় অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রয়োজন; যা দেশে রয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কমর্সূচি দিবে না, উত্তেজনা তৈরি করা আমাদের কাজ নয়। দেশ অনেক শান্ত। শান্তির মধ্যে বিএনপিসহ অন্যান্য দল পরিস্থিতি বাজে করতে উস্কানি দিচ্ছে।
 
				
				
				
 
				
				
			


Leave a reply