
দুই শতাধিক বন্দি বিনিময় করলো রাশিয়া ও ইউক্রেন। বুধবার (৩ জানুয়ারি) এ উদ্যোগ নেয়া হয়। এতে মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত। খবর আল জাজিরার।
গত পাঁচ মাসে ইউক্রেন-রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় হয়নি। যুদ্ধ শুরুর পর এটাই দু’দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সেনা বিনিময়ের ঘটনা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সামরিক বাহিনীর ২৪৮ সদস্যকে মুক্তি দিয়েছে মস্কো। বিনিময়ে, মুক্তি পেয়েছে ২৩০ রুশ নাগরিক। যার মধ্যে ২২৪ সেনা এবং ৬ জন বেসামরিক নাগরিক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর কয়েক দফায় বন্দি বিনিময় করলো দু’দেশ।
এসজেড/



Leave a reply