ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক জোসেপ বোরেল। ছবি: ফক্স নিউজ।
হামাসকে সৃষ্টি ও অর্থায়নের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল। শুক্রবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানায়।
বোরেল বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনেই বাইরে থেকে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান চাপিয়ে দিতে হবে। তবে ইসরায়েল এই সমাধান প্রত্যাখ্যান পুনর্নিশ্চিত করে এটি প্রতিরোধের জন্য তারা নিজেরাই হামাস তৈরির দিকে এগিয়ে গেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফাতাহকে দুর্বল করার প্রচেষ্টায় ইসরায়েলি সরকারই হামাসকে অর্থায়ন করেছে।
স্পেনের মধ্যাঞ্চলীয় ভ্যালাডোলিড বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট প্রদান অনুষ্ঠানে ব্যারেল আরও বলেন, গাজায় যেভাবে সাধারণ মানুষ হত্যা করা হচ্ছে, ভবিষ্যতে এই আগ্রাসন আরও বাড়বে। পশ্চিমা দেশগুলোর উচিৎ দৃঢ়ভাবে হস্তক্ষেপ করা।
\এআই/
Leave a reply