
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন।
আজ মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা অবনতি হয়নি। আশা করি আজ থেকে তার ফিজিওথেরাপি শুরু হয়ে যাবে।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক আবদুল জলিল চৌধুরী ও বোর্ড সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক আজ মঙ্গলবার সকালে তার সঙ্গে দেখা করেছেন বলেও জানান হারুন।
তিনি জানান, আগামীকাল বিকালে মেডিকেল বোর্ড আবার উনার পরীক্ষা নীরিক্ষা করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
গত ৬ অক্টোবর আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে তাকে কারাগার থেকে বিএসএমএমইউতে নেওয়া হয়।



Leave a reply