
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
এতে রেকর্ডসংখ্যক ২৬ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এরমধ্যে আলাদাভাবে বিজ্ঞানে ২৪ দশমিক ৫৬ শতাংশ, মানবিকে ৪৭ দশমিক ৮৯ শতাংশ ও ব্যবসায় ১৭ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
সবমিলিয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৪৬৩ জন।
আগের বছর পাসের হার ছিল ১৪ শতাংশ।
প্রসঙ্গত, গত শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল সোমবার ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করার কথা থাকলেও পরে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
				
				
				
 
				
				
			


Leave a reply