
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে এখন খেলছে ভারত আর দক্ষিণ আফ্রিকা। শুরুতে ভারত ব্যাট করে সংগ্রহ করেছে ১৭৬ রান। বিপরীতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জাতপ্রিত বুমরার বলে উইকেট খুইয়েছেন প্রোটিয়া ওপেনার রেজা হেনরিকস।
পরের ওভারে আর্শ্বদ্বীপ সিং বল করতে আসেন। তিনিও তুলে নেন অধিনায়ক এইডেন মার্করামের উইকেট।
এরআগে বারবাডোজে অনুষ্ঠিত ম্যাচে ভিরাট কোহলির অর্ধশতকে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের টার্গেট দেয় ভারত। কোহলির ৭৬ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ৪৭ রান আসে আক্সার প্যাটেলের ব্যাট থেকে।
নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে এ সংগ্রহ পায় রোহিত শর্মার দল।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট তুলে নেন কেশব মহারাজ ও নরকিয়া। এছাড়া ১টি করে উইকেট পান জানসেন ও রাবাদা।
/এমএমএইচ



Leave a reply