
ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির মাজদাল শামস শহরের একটি ফুটবল মাঠে রকেট হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। এরপরই লেবানিজ ভূখণ্ডের ভেতরে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণের দাবি করছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। রোববার (২৮ জুলাই) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানায়।
সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহ’র অস্ত্রের ভাণ্ডার ও সন্ত্রাসী অবকাঠামোগুলোতে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকাগুলো হলো চাব্রিহা, বোর্জ এল ছামালি, বেকা, কাফারকেলা, রব এল থালাথিন, খিয়াম এবং তাইর হারফা।
তবে ইসরায়েলের পাল্টা এই হামলা হালকাভাবে নেয়নি ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভবিষ্যৎতে লেবাননে নতুন কোনো ‘দুঃসাহসিক অভিযানের’ পূর্বে ইসরাইলকে দ্বিতীয়বার ভাবা উচিত।
উল্লেখ্য, গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে সতর্ক করেছিলেন যে এই হামলার জন্য তাদের “ভারী মূল্য দিতে হবে।”
/এআই
 
				
				
				
 
				
				
			


Leave a reply