বাংলাদেশি রোগী বয়কটের বিরোধিতায় ভারতের চিকিৎসকদের বৃহত্তম সংগঠন আইএমএ

|

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:

বাংলাদেশী রোগীদের চিকিৎসা বন্ধের হুমকির তীব্র নিন্দা করে পথে নেমেছে ভারতের চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) পশ্চিমবঙ্গ শাখা।

আজ বুধবার (৪ ডিসেম্বর) এক সাংবাদিক সম্মেলনে করে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের চিকিৎসকরা জানান, কলকাতা ও আগরতলায় বেশ কিছু চিকিৎসক বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেয়ার যে হুমকি দিয়েছে, তার বিরোধিতা করেন তারা।

আইএমএ’র চিকিৎসকরা বলেন, চিকিৎসকদের কাছে সকল রোগীই সমান। রোগীদের কোনো জাত, ধর্ম বা দেশ থাকে না। বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে রোগীদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে সেখানকার মেডিকেল ব্যবসা।

ভিসা জটিলতায় অনলাইনে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে জানিয়ে চিকিৎসকরা বলেন, বাংলাদেশি রোগীদের যেকোনো পরিস্থিতিতে চিকিৎসা সেবা দেয়া হবে। খুব শীঘ্রই একটি বিশেষ ‘হেল্পলাইন’ চালু করবেন বলেও জানানো হয়। তবে রাজনীতির ঊর্ধে উঠে দুই দেশকে কূটনৈতিক সম্পর্ক মজবুত ও মধুর করতে এগিয়ে আসতে হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply