উত্তরায় রেস্তোরাঁতে লাগা আগুন নিয়ন্ত্রণে

|

প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার ‘লাভলীন’ রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ২ মিনিটে ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের ওই রেস্তরাঁর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে রেস্তোরাঁর ভেতর থেকে ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন মহিলা। রেস্টুরেন্টের গ্যাস লিকেজ থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির প্রতিটি ফ্লোরেই গ্যাসের পরিমাণ অনেক বেশি ছিল। তাই আগুন নেভাতে সময় লেগেছে। ভবনটি ঝুকিপূর্ণ ছিল এবং কোনো অগ্নি প্রতিরোধক ব্যবস্থা ছিল না বলেও জানায় ফায়ার সার্ভিস।

এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এরপর পৌণে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করেন। এতে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট এতে যোগ দেয়।

এদিকে, তীব্র কালো ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডের পর সিলিন্ডার বিস্ফোরণ হতেও দেখা গেছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply