রংপুর ব্যুরো:
রংপুরে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের মৃত্যুর নেপথ্যে কোনো ষড়যন্ত্র ছিল কি না রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা।
রোববার (২৯ ডিসেম্বর) রাত ৮ টায় রংপুর রিপোর্টার্স ক্লাব (আরপিআরসি) ও রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) উদ্যোগে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় সাংবাদিক নেতারা এ দাবি জানান।
সভায় সাংবাদিক নেতারা জানান, রংপুরের কৃতি সন্তান মফস্বল সাংবাদিকতার দিকপাল চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের লেখনিতে উঠে এসেছিল গ্রাম-বাংলার অজানা অনেক কথা। সততা, ধৈর্য্য আর অসীম সাহসিকতাকে পুঁজি করেই তিনি সাংবাদিকতায় দক্ষতার পরিচয় দিয়েছিলেন। যার কারণে তার লেখনিতে পাঠকরা ছিল সব সময় জাগরিত। খবরের পেছনে থাকা খবর সংগ্রহ করে লিখতেন তিনি। এটাই যার নেশায় রূপ নিয়েছিল। যা ছিল দেশের সাংবাদিকতার ইতিহাসে এক নতুন মাত্রা।
তিনি একজন সফল গবেষকও ছিলেন। তবে তার মৃত্যুর পর সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হলেও ২৯ বছরেও রহস্য উদঘাটিত হয়নি। দ্রুত সময়ের মধ্যে তার মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি জানানো হয়। এছাড়াও তার স্মৃতি সংরক্ষনে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
জানা যায়, সাংবাদিকতার মহাপ্রাণ মোনাজাত উদ্দিন ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর ফুলছড়ি থানাধীন যমুনা নদীতে কালাসোনার ড্রেজিং পয়েন্টে দুটি নৌকাডুবির তথ্যানুসন্ধান করতে অসুস্থ শরীর নিয়ে যাত্রা শুরু করেন গাইবান্ধায়। পরে, যাওয়ার পথে ‘শেরেবাংলা’ নামক ফেরিতে তিনি দুর্ঘটনায় পড়েন। ফেরির ছাদ থেকে হঠাৎ করেই পানিতে পড়ে যান তিনি। স্থানীয় নৌকার মাঝিরা তাকে তাৎক্ষনিকভাবে উদ্ধার করতে পারলেও তাকে বাঁচানো যায়নি।
সাংবাদিক মোনাজাত উদ্দীনকে চর্চার জন্য রংপুরে একটি গবেষণাগার স্থাপনেরও দাবি জানানো হয়। পরে, তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
/এসআইএন
Leave a reply