গ্রেফতার-তদন্ত-বিচার নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাখার আহ্বান

|

গ্রেফতার, তদন্ত বা বিচার নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাখার আহ্বান জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, তোমরা এ ধরনের কোনো অনুষ্ঠান করলে তোমাদের অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখা দরকার।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নগরভবনে ঢাকা বিভাগে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বিচার বলতে তোমরা বোঝো আইন মন্ত্রণালয়। ওটা তো চার্জশিট হওয়ার পরে, তার আগে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তিনি যোগ করেন, পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এখানে আমার কিছু করার নেই। যখন পুলিশ চার্জশিট দেয়, তখন তা আমার আওতায় আসে। স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে আরও ভালো উত্তর পাওয়া যাবে।

পুলিশ কেন মামলা নিলো না, কেন গ্রেফতার করলো না; এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এখানে তার কিছু করার থাকে না বলে জানান আইন উপদেষ্টা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের গণহত্যার বিচার তাদের লোক দিয়ে করা সম্ভব নয়। সবাইকে পরিবর্তন করা হয়েছে। দায়িত্ব নেয়ার দুই সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিচারকাজের ভবনটিও ঠিক করতে হয়েছে। প্রসিকিউশন টিমের সঙ্গে মিটিং করে তাদের যা যা দরকার, সব সরবরাহ করা হচ্ছে।

সাধারণ কোর্টে যাতে কোনো অসঙ্গতি না হয়, এজন্য আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা সেল গঠন করা হবে বলেও জানান আসিফ নজরুল।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply