যুক্তরাষ্ট্রের প্রায় ছয় কোটি মানুষ তুষারঝড়, তুষারসহ বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। পাশাপাশি ব্যাহত হচ্ছে উড়োজাহাজ চলাচলও। খবর, বিবিসির।
দুর্যোগপূর্ণ রাজ্যগুলো হলো কানসাস, মিসৌরি, কেনটাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, আরকানসাস ও নিউ জার্সি।
এরই মধ্যে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়েছে। ব্যাহত অন্যান্য যান চলাচলও। তুষারপাত ও তীব্র ঝোড়ো হাওয়ায় বন্ধ হয়ে আছে বহু রাস্তাঘাট। বিপর্যস্ত জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, আর্কটিক থেকে প্রবাহিত বাতাসের কারণে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। এক দশকের মধ্যে তীব্রতম ঠাণ্ডা ও ভারি তুষারপাতের পূর্বাভাসও দেয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার পর্যন্ত থাকতে পারে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকতে পারে বলেও জানিয়ে কর্তৃপক্ষ।
/এমএইচআর
Leave a reply