৮ বছর পর অবিশ্বাস্যভাবে সুপার কাপ জিতলো এসি মিলান

|

ইতালিয়ান সুপার কাপের শিরোপাটা যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল মিলানের ক্লাব ইন্টার। এবারের ফাইনালেও তারা যখন এসি মিলানের বিপক্ষে ২ গোলে এগিয়ে গিয়েছিল, মনে হচ্ছিল– পরপর চারবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছে লাউতারোরা। এরপরই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ইন্টারকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে এসি মিলান।

প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলে লিড নেয় ইন্টার। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে মেহেদি তারেমির গোলে ব্যবধান বাড়ায় তারা। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইন্টার মিলান।

বিরতির পর ৫২ মিনিটে থিও হার্নান্দেজের পায়ে এক গোল শোধ দেয় এসি মিলান। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত লিড ছিল ইন্টারের দখলেই। ৮২ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের গোলে সমতায় ফেরে এসি মিলান। এরপর যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে রাফায়েল লিয়াওয়ের দেয়া পাসে আব্রাহামের গোলে ইন্টারের হৃদয় ভেঙে শিরোপা উৎসবে মাতে এসি মিলান।

অবিশ্বাস্য কামব্যাকের গল্প লিখে মিলান ডার্বিতে নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন হয় মোরাতারা। এতে ২০১৬ সালের পর প্রথমবার এই প্রতিযোগিতার শিরোপা জিতে নিলো এসি মিলান।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply