সবকিছু ঠিকঠাক থাকলে আজ রোববার সকাল থেকেই যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দ্বারপ্রান্তে এসেও যুদ্ধবিরতি ঝুলিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, হামাস যতক্ষণ প্রথম ধাপে যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে না। এই অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ইসরায়েলের গণমাধ্যম বলছে, হামাস এখনও জিম্মিদের নামের তালিকা সরবরাহ করেনি। তবে ফিলস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে প্রযুক্তিগত ত্রুটি ও মাঠ পর্যায়ের সমন্বয়ের অভাবে তালিকা দিতে বিলম্ব হচ্ছে।
যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত ১৫ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার এক পোস্টে বলেন, ‘চুক্তির পক্ষগুলো এবং মধ্যস্থতাকারীদের মধ্যে সমন্বয়ের পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে।’
/এআই
Leave a reply