রংপুর ব্যুরো:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট, ছিনতাই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে গঙ্গাচড়ার মতলব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, গ্রেফতারের পর লিয়াকত আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার নামে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গতবছরের ১৮ নভেম্বরে তাতী দল গঙ্গাচড়া উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেয়া ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর, লুটপাট, ছিনতাই এবং সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলা দেয়ার অভিযোগ এনে এ মামলাটি করেন। ওই মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ থেকে ২৬০ জনকে আসামি করা হয়। গ্রেফতার লিয়াকত আলী এই মামলার ৭ নম্বর এজাহারভুক্ত আসামি।
/এসআইএন
Leave a reply