পঞ্চগড় প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবৃদ্ধ হয়ে নিহত পঞ্চগড়ের শহীদ সুমন ইসলামের মরদেহ আদালতের নির্দেশে দাফনের ৫ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া আমিন নগর এলাকায় পারিবারিক গোরস্তান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
জানা গেছে, শহীদ সুমন ঢাকার ইপিজেডে কাজ করতেন। আন্দোলনে গিয়ে গত ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলে ঢাকার আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনার একদিন পর ৭ আগস্ট সুমনের মা কাজলী বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ডিসেম্বরে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ফুয়াদ, আশুলিয়া থানার মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীনসহ শহীদ সুমনের পরিবারের সদস্যরা।
/এটিএম
Leave a reply