জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) গঠনতন্ত্র সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাবি ছাত্রদল। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলটি প্রধান সড়ক হয়ে প্রশাসনিক ভবনের সাথে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় শিক্ষার্থীদের নানা স্লোগান দিতে দেখা যায়।
জাবি ছাত্রদলের সদস্য সচিব অনিক বলেন, জাকসু নির্বাচনের গুরুত্বপূর্ণ চেয়ারে যারা বসে আছেন তারা আওয়ামী লীগের দোসর। তাদের বসিয়ে রেখে কোনভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাছাড়া জাকসুর যে গঠনতন্ত্র রয়েছে সেটা অনেক আগের। এই গঠনতন্ত্র সংস্কার করতে হবে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জাকসুর গঠনতন্ত্র সংস্কার এবং ১৫ জুলাই শিক্ষার্থীদের উপর হামলার সাথে যারা জড়িত তাদের বিচার দাবিতে আমরা একটি স্মারকলিপি দেয়া হয়েছিল। সেই দাবির আপডেট জানতে এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি।
/এএস
Leave a reply