জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা থেকে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ গণঅনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার নেতাকর্মীরা।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অনশনকারীরা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্যসচিব তৌহিদ সিয়াম বলেন, জাবিতে অযৌক্তিক পোষ্য কোটা এখনও বিদ্যমান রয়েছে। সে জায়গা থেকে আমরা দীর্ঘদিন যাবত প্রশাসনের কাছে দাবি জানিয়ে এসেছিলাম যেন অযৌক্তিক পোষ্য কোটা বাতিল করা হয়।
তিনি আরও বলেন, প্রশাসন আমাদের কথায় কোন গুরুত্ব দেয়নি। সেই জায়গা থেকে আমাদের ভাই বোনেরা আজ এই গণঅনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সচেতন শিক্ষার্থীদের এই গণ অনশনে অংশ নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর ভাবে বার্তা দিতে চাচ্ছি যে যতক্ষণ না এই অযৌক্তিক প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণরূপ বাতিল হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব।
সংগঠক মোহাম্মদ রায়হান বলেন, জুলাইয়ে কোটা পদ্ধতি বাতিলের জন্য আবু সাইদ, মুগ্ধসহ অসংখ্য ভাইবোন শহীদ হয়েছেন। এতো রক্ত কোটা পদ্ধতি বাতিলের জন্য দেওয়া হলো এরপরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অযৌক্তিক পোষ্য কোটা রয়ে গেছে। যা আমাদের জন্য অত্যন্ত লজ্জার ও হতাশার বিষয়।
অনশনে বসা শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, পৌষ্য কোটার মতো বৈষম্য আর নেই। আমরা বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের জন্য জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। অথচ মেধাবী শিক্ষার্থীদের জন্য গলার কাঁটা নামক পোষ্য কোটা চালু রয়েছে বিশ্ববিদ্যালয়ে। যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ব্যত্যয় ঘটায়।
/এমএইচআর
Leave a reply