রেফারির দেয়া বিতর্কিত পেনাল্টির পর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করেছে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে থেকেই আলোচনা ছিল রেফারির সিদ্ধান্ত নিয়ে। লা লিগায় নিজেদের ঠিক আগের ম্যাচে এস্পানিওলের কাছে হারের পর রেফারি নিয়ে প্রশ্ন তুলেছিল রিয়াল মাদ্রিদ। প্রতিউত্তরে বিদ্রুপের মন্তব্য করেছিলেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। এবার মাদ্রিদ ডার্বিতেও রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ রিয়াল।
শনিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
লড়াইটা ছিলো দুই টেবিল টপারের, সেইসাথে মাদ্রিদ ডার্বির দ্বৈরথ। যদিও মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বির মতো দ্বিতীয় ডার্বিও শেষ হয়েছে ১-১ সমতায়।
রিয়ালের মাঠে অ্যাটলেটিকোকে আতিথ্য দেয় রিয়াল। প্রথম ৩০ মিনিটে আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েছে দু’দল। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা।
ম্যাচের ৩১তম মিনিটে রেফারির বিতর্কিত পেনাল্টির এক সিদ্ধান্ত জন্ম দেয় সমালোচনার। বল নিয়ে রিয়ালের বক্সের মধ্যে ঢুকে পড়েন লিনো, তাকে প্রতিহত করতে গিয়ে পায়ে পাড়া দেন রিয়ালের ফরাসি মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি। কিন্তু বল দুজনের মাঝ দিয়ে বেরিয়ে যায় তার আগেই। তবে দুই দলকেই অবাক করে দিয়ে টাচলাইন মনিটরে দেখে এটিকে ফাউল ঘোষণা দেন রেফারি। বিতর্কিত পেনাল্টিতে অ্যাটলেটিকোকে লিড এনে দেন হুলিয়ান আলভারেজ। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় অ্যাটলেটিকো।
লা লিগায় চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এটিই প্রথম পেনাল্টি দেয়ার ঘটনা। এছাড়া ২০০৮/০৯ মৌসুম থেকে রিয়ালের বিপক্ষে (চারটি) পেনাল্টি থেকে মাত্র তৃতীয় গোল পেল অ্যাটলেটিকো, বার্নাব্যুতে যা মাত্র দ্বিতীয় গোল। ২০১০ সালের মার্চে সবশেষ এই মাঠে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন অ্যাটলেটিকোর তৎকালীন উরুগুয়েন ফরোয়ার্ড দিয়েগো ফোরলান।
দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে জুড বেলিংহ্যামের শট অ্যাটলেটিকো গোলরক্ষক ফেরালেও, ফিরতি বল পেয়ে দারুণ এক শটে দলকে সমতায় ফেরান ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের বাকিটা সময় আরও কিছু সুযোগ তৈরি করলেও লিড পায়নি রিয়াল। কেউই আর গোলের দেখা না পেলে মাদ্রিদ ডার্বি শেষ হয় ১-১ সমতায়।
২৩ ম্যাচে ১৫ জয় এবং ৫ ড্র’য়ে ৫০ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষ আছে রিয়াল। সমান ম্যাচে ১৪ জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকোর। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৪৫।
রোববার দিবাগত রাতে সেভিয়ার রামোন সানচেজ পিসুয়ান স্টেডিয়ামে খেলতে নামবে বার্সেলোনা। লিগ শিরোপা জেতার প্রতিযোগিতায় ফিরতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই কাতালানদের।
/এমএইচআর
Leave a reply