প্রথমবারের মতো ঢাকায় ‘ইউটিউব ক্রিয়েটর বুটক্যাম্প’

|

ইউটিউবে সফল ক্রিয়েটর হওয়া যতটা আকর্ষণীয়, ঠিক ততটাই পরিশ্রমসাপেক্ষ। কন্টেন্ট আইডিয়া, প্রোডাকশন, এডিটিং, থাম্বনেইল, টাইটেল, ইউটিউব এসইও—সবকিছুতেই দক্ষ হতে হয়। তা না হলে দর্শকের মন পাওয়া যায় না, চ্যানেলও কাঙ্ক্ষিতভাবে এগোতে পারে না। তবে আশার কথা হলো, সঠিক পরিকল্পনা আর নিয়মিত শেখার মাধ্যমে যে কেউই এগিয়ে যেতে পারে। আর এই শেখার প্রক্রিয়াকে আরও সহজ করতে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘ইউটিউব অ্যাকাডেমি 1.0: ফার্স্ট-এভার ইউটিউব ক্রিয়েটর বুটক্যাম্প’, যেটি বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

এই বুটক্যাম্পে ৭০ জন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর অংশ নেন, যেখানে তাদের জন্য ছিল এক্সক্লুসিভ ট্রেনিং সেশন, নানা ওয়ার্কশপ আর অভিজ্ঞদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের ক্রমবর্ধমান সাফল্যকে আরও এগিয়ে নিতে ইউটিউব এই আয়োজন করেছে। কারণ, বাংলাদেশে এখন ৬০ হাজারেরও বেশি চ্যানেল রয়েছে যাদের ১০ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার; এই সংখ্যাটি দিন দিন বাড়ছে।

বুটক্যাম্পের মূল লক্ষ্য ছিল চ্যানেল স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্রিয়েশন, অডিয়েন্স এনগেজমেন্ট ও কমিউনিটি বিল্ডিং সংক্রান্ত পরামর্শ দেয়া। এখানে যুক্ত ছিলেন ইউটিউবের এক্সপার্টরা, যারা সেশনগুলো পরিচালনা করেছেন। পাশাপাশি, দেশের শীর্ষস্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে ফারজানা আক্তার (ফারজানা ড্রয়িং অ্যাকাডেমি), লিটন আলী খান (ভিলেজ গ্রান্ডপা কুকিং), ওমর সানি সম্রাট (এস এস ফুড চ্যালেঞ্জ), রাফসান (দ্য ছোটোভাই) এবং নাফিস সেলিম—তারাও তাদের সাফল্যের গল্প, চ্যালেঞ্জ আর টিকে থাকার নানা কৌশল শেয়ার করেন।

ইউটিউবের সাউথইস্ট এশিয়া ও ইমার্জিং মার্কেটসের এমডি অজয় বিদ্যাসাগর বলেন, ইউটিউব বাংলাদেশের ক্রিয়েটরদের সাফল্য নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই বুটক্যাম্প হলো সেই দীর্ঘমেয়াদি উদ্যোগের প্রথম ধাপ, যার মাধ্যমে আমরা স্থানীয় ট্যালেন্টকে আরও বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই।

সব মিলিয়ে, এই বুটক্যাম্প শুধু একটা ইভেন্ট নয়—এটি বাংলাদেশের ক্রিয়েটর কমিউনিটিকে শক্তিশালী করার এক আন্দোলন। নতুন কিংবা মাঝারি পর্যায়ের ক্রিয়েটরদের জন্য এটি ছিল বড় সুযোগ, যেখানে তারা শিখেছেন কীভাবে নিজের চ্যানেলকে আরও উচ্চতায় নেয়া যায়, বৈশ্বিক অডিয়েন্সের নজর কাড়া যায়, আর মনিটাইজেশন ও কমিউনিটি বিল্ডিংকে সফলভাবে সামলানো যায়। ইউটিউব অ্যাকাডেমি 1.0 আপনাকে দেখিয়ে দিয়েছে—সঠিক দিকনির্দেশনা আর প্রচেষ্টা থাকলে সাফল্যের দরজা সবসময়ই খোলা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply