ইসরায়েলিদের চিকিৎসা দিতে অস্বীকৃতি, অস্ট্রেলিয়ায় দুই স্বাস্থ্যকর্মী বরখাস্ত

|

ইসরায়েলি রোগীদের হত্যা এবং চিকিৎসা করতে অস্বীকৃতি জানানোর বিষয়ে গর্ব করার ভিডিও প্রকাশ পাওয়ার পর নিউ সাউথ ওয়েলসের দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সিডনির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ব্যাংকসটাউন হাসপাতালের স্বাস্থ্যকর্মী আহমেদ রাশাদ নাদির এবং সারাহ আবু লেবদেহের সাথে কথা বলার সময় ভিডিওটি কন্টেন্ট নির্মাতা ম্যাক্স ভাইফার শেয়ার করেছেন।

এটি ভাইফারের অ্যাকাউন্টে থাকা বেশ কয়েকটি ভিডিওর মধ্যে একটি যেখানে বিশ্বের বিভিন্ন অংশের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মানুষের সাথে চ্যাটরুলেটকা অ্যাপে কথোপকথন নিয়ে করা।

ঘটনার শুরু যখন যখন ভাইফার নাদিরকে বলেন যে তিনি ইসরায়েল থেকে এসেছেন। তখন নাদির উত্তর দেন যে একদিন সেও মারা যাবে এবং জাহান্নামে যেতে হবে, যা ইসলামে ‘নরক’ হিসেবে বলা হয়েছে।

নাদির আরও বলেন, আমি খুবই বিরক্ত যে তুমি ইসরায়েলি। আপনাকে একদিন জাহান্নামে যেতে হবে ইনশাআল্লাহ। যখন ভাইফার জিজ্ঞাসা করেন যে তাকে কেন হত্যা করা হবে তখন মিসেস আবু লেবদেহ ভিডিওর ফ্রেমে আসেন। লেবদেহ বলেন, এটা ফিলিস্তিনের দেশ, তোমার দেশ নয়, তুমি একটা নোংরা দেশের মানুষ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply