সম্প্রতি হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। গত ৩১ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে জুমার নামাজের সময় কালেমা শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তাকে কালেমা পড়ান জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। ধর্মান্তরিত হওয়ার পর দেব চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করলেও এতদিন চুপ ছিলেন মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ।
এবার দেব চৌধুরীকে কালেমা পড়ানোর বিষয়ে কথা বলেছেন এই ইসলামিক স্কলার। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে সেই গল্প তুলে ধরেছেন তিনি। জানান, দেব চৌধুরী বিষয়টি সেদিন সবাইকে জানাতে চাননি। সেজন্যই এতদিন এ নিয়ে তিনি কোনো কথা বলেননি।
আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট দেব চৌধুরীর আনুষ্ঠানিক শাহাদাহ পাঠ করে ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনটি জুমা অতিবাহিত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তিনি নিয়মিত বন্ধুদের সাথে জুমায় আসছেন।আল্লাহ তায়ালা তার আর্জি অনুযায়ী দ্বীনের ওপর অটল রেখে হিদায়াতের পথে তাকে অবিচল রাখুন।
তিনি বলেন, তাকে আব্দুল্লাহ মুহাম্মাদ চৌধুরী বা মুহাম্মাদ চৌধুরী নাম গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। এই মুহূর্তে নিয়মিত সালাত আদায়, কুরআন তিলাওয়াত শিক্ষা, ইসলামের পাক-সাফের জরুরি মাসায়েল ইত্যাকার বিষয়ে শিখিয়ে অভ্যস্ত করার প্রয়াস নেয়া হচ্ছে। বাংলা অনুবাদের কুরআন তিনি নিয়মিতভাবে পড়ছেন আনুষ্ঠানিক ইসলামে আসার আগ থেকেই।
তিনি আরও বলেন, বহু মিডিয়া, সাংবাদিক, ইউটিউবার, আগ্রহীগণ আমাকে এ বিষয়ে জানাতে বা নানান জিজ্ঞাসা করেই চলেছেন। প্রথমত বলতে চাই, দেব চৌধুরী আমাকে বলেছিলেন, আমি এই মুহূর্তে (যেদিন শাহাদাহ) বিষয়টি জানাতে চাই না। আমি তার ইচ্ছাকে সম্মান দিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাইনি। এটি তার চাওয়ার প্রতি সম্মান প্রদর্শন ছিল। পরবর্তীতে তাকে বিষয়টি জানালে তিনি অসম্মতি জানাননি। তাকে নিয়ে একটি ‘জার্নি টু ইসলাম’ বিষয়ে তার সম্মতি সাপেক্ষে একটা লাইভ করবো।
মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমার প্রিয় ভাইবোনদের অনুরোধ করবো বাংলা অনুবাদ কুরআন যেখানে একটি আরবি অক্ষরও নেই এমন কুরআন অমুসলিমদের গিফট করুন। পড়তে দিন। আমরা তার সার্বিক মঙ্গল কামনা করছি। আগামীতে সত্যদ্বীনে ফেরানোর মিছিলের কর্মী হিসেবে আল্লাহ যেন তাকে কবুল করেন।
/এনকে
Leave a reply