পরপর দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তর ও পূর্বাঞ্চল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিল্লি ও বিহারে অনুভূত হয় ৪ মাত্রার কম্পন। খবর টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্থান টাইমস।
স্থানীয় সময় ভোর ৫টা ৩৬ মিনিটে কেঁপে ওঠে দিল্লি ও আশপাশের এলাকা। ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। তবে ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আতঙ্কে ঘরবড়ি ছেড়ে বেরিয়ে আসেন সেখানকার বাসিন্দারা।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা কম ছিল বলেই কম্পনের মাত্রা ছিল বেশি। দিল্লির আড়াই ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ৮টা ২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় বিহারে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল।
ভূমিকম্পের পর এক্স বার্তায় বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফটার শক নিয়ে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
/এনকে
Leave a reply