চ্যাম্পিয়নস লিগ: নকআউট পর্বের প্লে-অফের দ্বিতীয় লেগ শুরু আজ

|

ফাইল ছবি

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্লে অফের দ্বিতীয় লেগের লড়াই শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌঁনে ১২টায় মুখোমুখি হবে এসি মিলান-ফেইনুর্ড। রাত দুইটায় মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ-সেল্টিক, বেনফিকা-মোনাকো, আটালান্টা-ক্লাব ব্রুগ।

ঘরের মাঠে ফেইনুর্ডকে আতিথ্য দেবে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। দলীয় শক্তি, ঐতিহ্য সবকিছুর বিচারে এগিয়ে মিলান। তবে ৭ বারের চ্যাম্পিয়নদের প্রথম লেগের লড়াইয়ে ১-০ গোলে হারানো ফেইনুর্ড এগিয়ে থেকে মাঠে নামবে, দ্বিতীয় লেগের এই মহারণে। এই ম্যাচে চোটের কারণে একাদশের নিয়মিত মুখ ক্রিশ্চিয়ান পুলেসিক, এমারসন রয়্যাল ও আলেসান্দ্রো ফ্লোরেঞ্জিকে পাবে না মিলান।

এদিকে, স্কটিশ ক্লাব সেলটিকের বিপক্ষে প্রথম লেগের দেখায় ২-১ গোলে জয় পেয়েছিল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠের দ্বিতীয় লেগের মহারণেও ফেভারিট ভাবারিয়ানরা। দারুণ ফর্মে আছেন স্ট্রাইকার হ্যারি কেইন ও জামাল মুসিয়ালা।

তবে ইনজুরির কারণে লেফট ব্যাক আলফরসো ডেভিসকে পাচ্ছে না বায়ার্ন। মিডফিল্ডার পাওলিনহার খেলা নিয়েও শঙ্কা রয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply