বিশ্বকাপ থেকে শুরু করে সম্ভাব্য সব বড় শিরোপাই ছুঁয়ে দেখা হয়েছে লিওনেল মেসির। এবার একদিনই ছুঁলেন তিন, তিনটি ট্রফি। না, লিওনেল মেসি কোনো ট্রফি জেতেননি। জিতেছেন তার তিন ছেলে। তিন সন্তান ও মেসির সঙ্গে তোলা এমন একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসির স্ত্রী রোকুজ্জো।
মেসির বড় ছেলে থিয়াগো মেসি ওয়েস্টন কাপের শিরোপা জিতেছে অনূর্ধ্ব-১৩ দলের হয়ে। দ্বিতীয় ছেলে মাতেও মেসি শিরোপা জিতেছেন অনূর্ধ্ব-১১ দলের হয়ে এবং ছোট ছেলে চিরো মেসি জিতেছেন খুদে দলের হয়ে। মেডেল পরা এবং ট্রফি হাতে সন্তানদের সঙ্গে মেসিসহ নিজের ছবি পোস্ট করেছেন আন্তোনেল্লা রোকুজ্জো। ক্যাপশনে লেখেন, তিনজনই চ্যাম্পিয়ন।
শুধু এটুকুই নয়, একই দিন মেসির ছোট ছেলের চিরোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় ফেলেছে। সেই ভিডিওতে মেসিকে মনে করিয়ে দেয়ার মতো একটি গোল করতে দেখা যায় চিরোকে।
⚽💎 El GOLAZO de Ciro Messi con la camiseta del Inter Miami. pic.twitter.com/zzrjXnvsCh
— TyC Sports (@TyCSports) February 17, 2025
ভিডিওতে দেখা যায়, মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে প্রতিপক্ষের বক্সকে লক্ষ্য করে বল নিয়ে দৌড়াতে শুরু করেছে চিরো। শুরুতে বাধা দিতে আসা প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ড্রিবল করে পেরিয়ে যায় মেসির ছোট ছেলে।
কিছু দূর এগিয়ে যাওয়ার পর তাকে আটকানোর জন্য এগিয়ে আসে আরেকজন। তবে পাত্তা পায়নি দ্বিতীয়জনও। তাকেও ড্রিবল করে পেরিয়ে যায় চিরো। এরপর শেষ মুহূর্তে আরও একজন পাশ থেকে পা বাড়িয়ে চেষ্টা করে চিরোকে থামানোর, তাতে অবশ্য কোনো কাজ হয়নি। এগিয়ে আসা গোলরক্ষককে বোকা বানিয়ে মেসিসুলভ ভঙ্গিতে আলতো ছোঁয়ায় জালে বল পাঠিয়ে মেতে ওঠে উদযাপনে। তবে বাবাকে মনে করিয়ে দেয়া চিরোর এই গোলে একটি পার্থক্যও আছে। এমন অসাধারণ গোলগুলো মেসি সাধারণত বাঁ পায়ে করলেও চিরো করেছে ডান পায়ে।
/এনকে
Leave a reply