
সুষ্ঠু নির্বাচনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
মঙ্গলবার সকালে, জাতীয় প্রেসক্লাবে জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় সরকারের অধীনে নির্বাচনে কারচুপির শঙ্কা রয়েছে।
রিজভী বলেন, নির্বাচনের সময়ে যে সরকার থাকে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করেন। গ্রেফতারি পরোয়ানা দিয়ে খালেদা জিয়ার মনোবল ভাঙার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
যমুনা অনলাইন: টিএফ



Leave a reply