জামালপুরে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

|

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরের মেলান্দহে উপজেলার মিটিং শেষে ফেরার পথে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো (৫৮), ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন (৪২), ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু (৫২) ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস.এম. সায়েদুর রহমান (৬৩)।

পুলিশ জানায়, সকালে মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে মাসিক সমন্বয় মিটিংয়ে উপস্থিত হন তারা। এসময় তাদের উপস্থিতির কথা জানতে পেরে মেলান্দহ থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ উপজেলায় আসে। পরে মিটিং শেষে বের হওয়ার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে আমরা প্রতিদিনই যারা নাশকতাকারী এবং আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ও বিভিন্নভাবে অত্যাচার করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ মেলান্দহের চার চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply