কুষ্টিয়ায় মাস্টার্স পরীক্ষা চলাকালীন কেন্দ্রের মধ্যেই উচ্চ শব্দে গানবাজনা

|

রুহুল আমিন বাবু, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় মাস্টার্স পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ভেতরে উচ্চ শব্দে গান বাজনা চলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলার সরকারি মহিলা কলেজে মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন সময় চলছিল এইচএসসি ২০২৫ ব্যাচের সমাপনী অনুষ্ঠান। সেখানে তারা উচ্চ শব্দে গান বাজাচ্ছিল।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রককে অভিযোগ জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বরং হলের দরজা-জানালা বন্ধ করে রাখে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,কে,এম জালাল উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেয়েরা এই অনুষ্ঠান করে থাকে। তবে আসন্ন রমজানের কারণে সময়ও নেই। শিক্ষার্থীদের আবদার উপেক্ষা করা যায়নি।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply