ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে আগামী সপ্তাহে আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।
রয়টার্স জানিয়েছে, অন্যান্য দেশও তালিকায় থাকতে পারে, তবে সেগুলো কোন দেশ তা এখনও জানা যায়নি। এই পদক্ষেপটি সাতটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের ভ্রমণকারীদের ওপর ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দেয়।
ট্রাম্পের নির্বাহী আদেশে মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে ১২ মার্চের মধ্যে ওই সব দেশের একটি তালিকা তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। সেসব দেশের ওপর আংশিক বা পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ধারণা করা হচ্ছে, শীর্ষ মার্কিন কর্মকর্তারা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রতিবেদন জমা দেওয়ার পরই উদ্দ্যোগটি কার্যকর করা হবে।

নতুন নিষেধাজ্ঞা আরোপিত হলে হাজার হাজার আফগান ও পাকিস্তানী নাগরিক ঝামেলায় পড়বেন। বিশেষ করে যারা শরণার্থী হিসেবে অথবা বিশেষ অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য অনুমোদন পেয়েছেন।
বর্তমানে প্রায় দুই লাখ আফগান ও ২০ হাজার পাকিস্তানি মার্কিন পুনর্বাসনের জন্য অনুমোদিত হয়েছেন অথবা যারা মার্কিন শরণার্থী এবং বিশেষ অভিবাসী ভিসার আবেদন করেছেন। ২০২৫ সালের ২০ জানুয়ারি যখন ট্রাম্প শরণার্থীদের প্রবেশাধিকার এবং তাদের বৈদেশিক সাহায্য ৯০ দিনের জন্য বন্ধের নির্দেশ দেন, তখন থেকে তারা বিভিন্ন দেশে আটকা পড়েছেন।
এরআগে ২০২৩ সালের অক্টোবরে এক ভাষণে ট্রাম্প তার পরিকল্পনার পূর্বাভাস দেন। যেখানে তিনি ফিলিস্তিন, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন এবং মার্কিন নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যে কোনও জায়গার মানুষের প্রবেশ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দেন।
যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি; তবে মার্কিন সরকারের একাধিক সূত্র বলছে, আগামী সপ্তাহের মধ্যে একটি নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। যা আফগান ভিসাধারীদের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
/এএইচএম
Leave a reply