দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের গ্রেফতারি পরোয়ানা বাতিল

|

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের গ্রেফতারি পরোয়ানা বাতিল করেছে দেশটির একটি আদালত। শুক্রবার (৭ মার্চ) এ আদেশ দেন সিউলের কেন্দ্রীয় জেলা আদালত। ফলে ইউন সুকের মুক্তিতে বাধা নেই। খবর রয়টার্সের।

গত জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়েছিলো। গত মাসে ইওলের গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন করেন তার আইনজীবীরা। তাদের দাবি, কৌঁসুলিরা অভিযোগ গঠনে অনেক বেশি সময় নিচ্ছে। কাজেই তাকে আটকে রাখা বেআইনি।

অন্যদিকে সিউলের কেন্দ্রীয় জেলা আদালতের বিবৃতিতে বলা হয়েছে, সকল যুক্তি বিবেচনা, ইউনকে আটকে রাখার সময়সীমা পার হয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে তার আটকাদেশ বাতিল করা হয়েছে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply