মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশি আটক

|

আটক ৪ বাংলাদেশি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারকারী ৫ বাংলাদেশিকে আটক করেছে ৫৮ বিজিবি। রোববার (৯ মার্চ) উপজেলার শ্রীনাথপুর ও বাঘাডাংগা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, শ্রীনাথপুর এলাকার সীমান্ত পিলার-৬১/৮-আর হতে আনুমানিক ৭০০ গজ ভেতরে (বাংলাদেশের), ভবনগর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

অন্যদিকে, বাঘাডাংগা এলাকার সীমান্ত পিলার-৬০/৩১-আর হতে আনুমানিক ৩০০ গজ ভেতরে (বাংলাদেশের), হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে আরও একজনকে আটকের কথা জানান।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা নিশ্চিত করেন তিনি।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply