ধর্ষণকারীর বিচার ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিতের দাবি

|

প্রতীকী ছবি

দেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন জুলাই আন্দোলনের আহতরা। এসময় মাগুরায় ধর্ষণকারীর বিচার ৪৮ ঘণ্টার মধ্যে নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

রোববার (৯ মার্চ) রাতে রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গণঅভ্যুত্থানে আহতরা বলেন, জুলাই আন্দোলনে দেশ নতুন করে স্বাধীন হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহবান তাদের। নির্ধারিত সময়ে ধর্ষকদের বিচার নিশ্চিত না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে, রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে বের হয়ে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে এসে মোমবাতি প্রজ্জলন করেন তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply