ইসরায়েলি হামলার পাল্টা জবাব, তেল আবিবে রকেট হামলা হামাসের

|

ফাইল ছবি।

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন আক্রমণের প্রতি এটিই প্রথম প্রতিক্রিয়া। খবর, সিএনএন’র।

বুধবার (২০ মার্চ) ক্ষেপণাস্ত্রগুলো গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকা থেকে নিক্ষেপ করা হয়।

গত জানুয়ারি থেকে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর গাজা থেকে এই প্রথম রকেট হামলা চালানো হলো। এর আগে, মঙ্গলবার গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর পর একদিন পর স্থল আক্রমণও শুরু করে ইসরায়েল।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা তেল আবিব শহরে ‘এম-৯০’ রকেট ছুড়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭০ জনেরও বেশি ছাড়িয়ে গেছে। তবে এই সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply