আগামী তিনদিন পর্যন্ত সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে— এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ শনিবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এটি বলা হয়। আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া আগের দিনের মতই থাকবে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা প্রবল।
এছাড়া বিজ্ঞপ্তিতে বর্ধিত পাঁচদিনের আবহাওয়া্র পূর্বাভাসে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুন্ডে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে।
/এমএইচআর
Leave a reply