কাটেনি ঈদের আমেজ, এখনও বাড়ির পথে অনেকে

|

কাটেনি ঈদের আমেজ। এখনও ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকেই। এরমাঝে আবার কেউ কেউ জরুরি কাজে ফিরছেন রাজধানীতে।

ঈদের ছুটিতে সবসময়ই প্রচুর কর্মজীবী মানুষ ঢাকা ছাড়েন। পরিবার পরিজনের সাথে ঈদ করতে যান গ্রামের বাড়ি।

এবার লম্বা ছুটি হওয়ায় যাত্রা পথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখো মানুষকে। যারা ঈদে ছুটি পাননি কিংবা ঝক্কিঝামেলা এড়াতে চেয়েছেন তাদের অনেকেই এখন যাচ্ছেন গ্রামের বাড়ি। কেউ রেলে আবার কেউ বাসে যাচ্ছেন গন্তব্যে।

আবার অনেকেই জরুরি কাজ থাকায় ছুটি শেষ হওয়ার আগেই ঢাকা ফিরছেন। রোববার থেকে অফিস আদালত খুলবে। শুক্র ও শনিবার বাস-ট্রেন-লঞ্চে রাজধানীমুখী মানুষে চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply