‘বিএনপির দালালেরা হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিয়ে বাউফলে ২ যুবদল নেতা বহিষ্কার

|

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এদিকে, শনিবার (৫এপ্রিল) বেলা ১২টায় সংবাদ সম্মেলন করেন উপজেলা যুবদলের বহিষ্কৃত ওই দু’জন নেতা। সংবাদ সম্মেলনে নিজেদের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তারা। এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অভিযোগের পুনঃতদন্ত করার আহ্বান জানান তারা।

বহিষ্কার আদেশের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী অপশক্তির পক্ষে প্রকাশ্যে মিছিল করার ধৃষ্টতা দেখানোর সুস্পষ্ট অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেয়া হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, গত বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বগা বন্দরে শামীম নামের যুবলীগের এক কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে অনুষ্ঠিত মিছিলে উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ অংশগ্রহণ করায় স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। এছাড়াও ওই মিছিলের একপর্যায়ে স্লোগান দেয়া হয় ‘বিএনপির দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না পিঠের চামড়া থাকবে না’।

মিছিলে স্লোগানের এই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে আজ তাদের বহিষ্কার করা হয়।

যুবদলের শীর্ষ দুই নেতার বহিষ্কারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন। এ বিষয়ে উপজেলা যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক সাইফুল ইসলাম জসিমের দাবি, ভুল করে একজন আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে ফেলেছিল। মূলত শামীম গ্রেফতারের জন্য ওই মিছিল হয়নি। আওয়ামী দোসরদের গোপন ষড়যন্ত্র ও স্থানীয় শান্তি শৃঙ্খলা বিনষ্টের প্রতিবাদে মিছিলটি হয়েছিল বলেন তিনি।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply